HOME- EDUSOL4
৩য় সাময়িক পরিক্ষা:
Share:
Facebook WhatsApp

SITE UNDER CONSTRUCTION

RECENT NOTICES

# Title Attachment Action
1 ৩য় সাময়িক পরিক্ষা View Attachment Notice Details

Chairman's Speech

Chairman

সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। শুরুতেই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহুর উপর, যিনি আমাদের গত ১৯৯৬ইং সাল হইতে ইসলামী শিক্ষা সহায়ক সংস্থার একটি শিক্ষা প্রকল্প বর্তমান ২০২৬ইং সাল থেকে বাংলাদেশের আরো আধুনিক শিক্ষা ব্যবস্থাপনাকে বৃদ্ধি করার লক্ষ্যে ইসলামী শিক্ষা একাডেমী নামক একটি ওয়েবসাইড চালু করতে পারায় তার জন্য মহান আল্লাহর প্রতি আবারও শুকরিয়া করছি। সময়ের প্রয়োজনে এবং যুগের চাহিদা অনুযায়ী বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে যুগান্তকারী পরিবর্তন এসেছে,সে লক্ষ্যে ঢাকা বিভাগে ঢাকাজেলাস্থ সাভার উপজেলাধীণ এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পূর্ব পার্শে¦ থানারোডে বৌ-বাজারের পশ্চিম পাশের দক্ষিণ তালবাগের ৩০০ গজের মাথায় গড়ে উঠেছে প্রযুক্তি সমৃদ্ধ আধুনি একটি শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী শিক্ষা একাডেমী। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ইসলামী শিক্ষা সহায়ক সংস্থা পরিচালিত ইললামী শিক্ষা একাডেমী সাভারে অত্যন্ত সফলতা ও সুনামের সহিত বিগত ১১ (এগারো) বৎসর যাবৎ সেবামূলক ভাবে অতিক্রম করলো। ইসলামী শিক্ষা একাডেমী টি আধুনিক পদ্ধতিতে আলিয়া মাদ্রাসা সিলেবাস, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অধিনে ২০১৫ সাল থেকে প্রতিষ্ঠান টি ইবতেদায়ী ৫ম শ্রেণী পযর্ন্ত পড়ালেখা করানো হতো, বর্তমানের প্রতিষ্ঠান দাখিল ৮ম শ্রেণী পযর্ন্ত পড়ালেখা করানো হয়,ধারাবাহিক ভাবে দাখিল ও আলিম পযর্ন্ত চালু করা হবে। এবং আমাদের প্রতিষ্ঠানটি সু-দক্ষ্য ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা এবং এ্যরাবিক ইউনির্ভাসিটি ও ঢাকা বিশ্ববিদ্যায়, জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যায়ের সহ বিভিন্ন বিশ্ববিদ্যায়ের মেধাবী ছাত্রদের দ্বারা ক্লাশ করানো হয়। আরবী,বাংলা ইংরেজী, গনিত, পবিত্র কুরআন ও হাদীস সহ সকল ধরনে পাঠ্যপুস্তক যত্নসহকারে পড়ানো হয়।আবাসিক ও অনাবাসিক,ডে-কেয়ারে সু-ব্যবস্থা রয়েছে। আমাদের প্রতিষ্ঠানটি বিভিন্ন ভাবে সাফল্য অর্জন করে আসছে। শুধু তাই নয়, ভালো ফলাফলের পাশাপাশি দেশের নাম করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এ মাদ্রাসার শিক্ষার্থীরা সন্তোষজনক হারে ভর্তি হবার সুযোগ পাচ্ছে।সাম্প্রতিককালে বাংলাদেশ সরকার শিক্ষা ব্যবস্থাকে আরও সময়োপযোগী করে তোলার লক্ষ্যে শিক্ষা বিস্তারে একটি গুনগত পরিবর্তন করছে। মাদ্রাসার শিক্ষার স্তরগুলো নূরানী/মক্তব(প্রাকপ্রাথমিক),ইবতেদায়ী(প্রাথমিক),দাখিল(মাধ্যমিক) ইসলামী ও সাধারাণ শিক্ষা পর্যন্ত বিস্তৃত। ** নূরানী /মক্তব: এটি প্রাক-প্রাথমিক বা শিশু শ্রেণিত সমতুল্য স্তর, যেখানে সাধারণত কুরআন ও আরবি ভাষার প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। **ইবতেদায়ী: এটি প্রাথমিক স্তরের সমান, যেখানে প্রাথমিক বাংলা,গণিত, বিজ্ঞান,ইতিহাস,ভূগোল এবং আরবি ও ইসলামিক বিষয় পড়ানো হয়। **দাখিল : এটি মাধ্যমিক স্তর, যা এসএসসি পরীক্ষার সমতুল্য। সরকার প্রণীত এ নতুন শিক্ষানীতি অনুসরণ করে ইসলামী শিক্ষা একাডেমীতেও ২০২৬ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক থেকে অষ্ঠম শ্রেণীতে ছাত্র-ছাত্রী ভর্তি চলমান আছে। এ ধারা আগামীতেও একাডেমীতে চলমান থাকবে।এরূপ আশাব্যঞ্জক সাফল্যের পেছনে শিক্ষকগনের আন্তরিক প্রচেষ্টা,ছাত্র-ছাত্রীদের নিরলস পরিশ্রম, অভিভাবক,কর্মকর্ত-কর্মচারীবৃন্দের অব্যাহত সহযোগিত এবং একাডেমীর পরিচালনা পরিষদের এর সম্মানিত সদস্যবৃন্দের নিািডড় পরিদর্শন ও তত্ত্বাবধান বিশেষ ভুমিকা রেখেছে বলে আমরা মনে করি। এ ধারা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতেও এ শিক্ষা প্রতিষ্ঠানটি সাফল্যের দ্বারপ্রান্তে পৌছাতে পারবে বলে আমাদের বিশ্বাস। তাই সকল মহলের আন্তরিকতা ও সহযোগিত আমরা একান্তভাবে কামন করছি।


( মোঃহাবিবুর রহমান)
চেয়ারম্যান,
ইসলামী শিক্ষা একাডেমী

Principal's Speech

Chairman

ইসলামী শিক্ষায় একাডেমী দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো— শিক্ষার্থীদের মাঝে ইসলামি আদর্শ, নৈতিকতা ও আধুনিক জ্ঞানচর্চার সমন্বয় ঘটানো। আমরা বিশ্বাস করি, কেবল পাঠ্যজ্ঞান নয়, বরং চরিত্রগঠন ও আমলেই মানুষের প্রকৃত সফলতা নিহিত। বাংলা, ইংরেজি ও আরবি — এই তিন ভাষার সমন্বয়ে গঠিত আমাদের পাঠ্যক্রম শিক্ষার্থীদেরকে ধর্মীয় ও জাগতিক উভয় জ্ঞানে সমৃদ্ধ করে গড়ে তোলে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা হোক আদর্শবান, দেশপ্রেমিক, ও সমাজের জন্য কল্যাণময় নেতৃত্বের প্রতীক। এই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সকলেই আমাদের এই মহান লক্ষ্য পূরণের অংশীদার। আল্লাহ তায়ালা যেন আমাদের এই প্রচেষ্টা কবুল করেন এবং ইসলামী শিক্ষায় একাডেমীকে অগ্রগতির শিখরে পৌঁছে দেন — এই দোয়া করি।



— প্রিন্সিপাল
ইসলামী শিক্ষায় একাডেমী দাখিল মাদ্রাসা